মালার বদলে গলায় সাপ জড়িয়ে বিয়ে করলো চিনা দম্পতি - chinese couple exchange pythons instead of rings
কত রকম অদ্ভুত শখ-আহ্লাদ যে মানুষের থাকে! বিচিত্র মানুষ, বিচিত্র তার সুখ-দু:খ, আর তার থেকেও বিচিত্র মানুষের ভাললাগা-মন্দলাগা। অবাক হচ্ছেন? কি হলো! কেন আবার পড়লাম মানুষের শখ-আহ্লাদ নিয়ে! –তা ভেবে? আমার মত আপনিও অবাক হবেন চাইনিজ এক দম্পতির বিয়ের ঘটনা শুনে। কি করেছে তারা জানেন? আমরা বিয়েতে সোনার আংটি বদল করি, আর তারা বদল করেছে সোনালী অজগর সাপ। বিশ্বাস হচ্ছেনা? অবাক হচ্ছেন তো? তাহলেই বুঝুন, আমার কি দোষ! পিপলস্ ডেইলি অনলাইনের রিপোর্ট অনুসারে, চীনের জিলিন প্রদেশের একটি হোটেলে ১৬ সেপ্টেম্বর এই নতুন দম্পতির বিয়ে পরবর্তী ভোজোনোৎসবের আয়োজন করা হয়। সেখানেই তারা নিজেদের বন্যপ্রাণী প্রেমী বলে দাবী করে এবং নিজেদের মধ্যে দু’টি বড় আকৃতির অজগর সাপ বিনিময় করে। ৩০কেজি এবং ১৫ কেজি ওজনের অজগর দু’টি তাদের সম্পর্কের স্মারক বলেও তারা দাবী করে। অনুষ্ঠানের পরের দিন, সাপ বিনিময়ের সময় করা ২৪ সেকেন্ডের একটি ভিডিও ও তারা সেখানকার একটি ওয়েব সাইটে প্রকাশ করে। ভিডিওটিতে দেখা যায়, একটা সোনালী অজগর সাপ কাঁধে জড়িয়ে বিয়ের কনের সামনে দাঁড়িয়ে রয়েছে বর। খানিক পরে, সে সেখানে উপস্থিত একজন দর্শকের সহায়তায় একটা নীল রঙের বাক্স থেকে আরও একটি বড় অজগর বের করে। তারপরে দেখা যায়, বিয়ের বর সেই অজগরটি তার বউয়ের হাতে তুলে দেয়। বউ অজগর নিয়ে সেটি নিজের গলায় পেঁচিয়ে নেয়। অজগর বিনিময়ের পরে, বর-বউ দু’জনে দু’টো অজগর গলায় পেঁচিয়ে এক অপরকে জড়িয়ে ধরে। বিয়ের বর, উ জিয়ানফেং জানান, তারা স্বামী-স্ত্রী দু’জন বন্যপ্রাণী প্রেমী। এই অজগর সাপ বিনিময়ের উদ্দেশ্য হলো, বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। উ জিয়ানফেং এর মতে, পথেঘাটে অজগর দেখলেই সেটিকে মেরে ফেলা উচিত নয়। সাপরা খুবই নিরীহ প্রাণী বলে সে দাবী করে। এই দম্পতি শুধু এই দু’টি সাপ নয়, এছাড়াও তারা মাকড়সা, টিকটিকি, সাপ এবং পাখি পোষে বলে জানা গিয়েছে। ২০১৫ সালে জিলিন শহরের অন্তর্গত কোন এক গ্রামাঞ্চল থেকে এই দম্পতি সোনালী রঙের অজগর দু’টি সংরক্ষণ করে। বিশ্বাস করা হয় ধর্মীয় কোন কারণে সাপদুটোকে ইচ্ছাকৃতভাবে মুক্ত করে দেওয়া হয়েছিল। উ জিয়ানফেং তাদের বাড়ি নিয়ে আসে এবং আদর-যত্ন করে নিজের কাছে রেখে দেয়। এই সোনালী অজগরগুলো অ্যালবিনো মিউট্যান্ট জাতের বার্মিজ অজগর। এগুলো ২৩ ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এগুলো খুব বিরল প্রজাতির অজগর। যদিও এই অজগরটি চীনের জাতীয় প্রাণী সংরক্ষণ আইনের তালিকার মধ্যে পড়ে না, তবু সেখানকার নাগরিকদের বন্যপ্রাণী পোষার অনুমতি নেই। তাই, এই অনুষ্ঠানের ভিডিও ও ছবি অনলাইনে ভাইরাল হয়ে পড়লে সেখানকার জাতীয় বন্যপ্রাণী নিরাপত্তা ব্যুরো, সাপ দুটোকে জব্দ করার নির্দেশ দেয়। এরই প্রেক্ষিতে, ১৮ সেপ্টেম্বর সাপ দুটোকে জব্দ করে নিয়ে যাওয়া হয়। সাপগুলো বর্তমানে সেখানকার স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।