জেনে নিন মা গঙ্গার জন্মরহস্য! কীভাবে আবির্ভাব হলো গঙ্গা দেবীর?

Goddess Ganga Birth Story
ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গঙ্গা নদীর নাম। আর সেই গঙ্গা নদীর অধিষ্ঠাত্রী দেবী মা গঙ্গা। গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র নিয়মিত পাঠ করলে মা গঙ্গার কৃপাদৃষ্টি লাভ করা যায়। মা গঙ্গার জন্মরহস্য নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। মা গঙ্গার জন্মের প্রকৃত ইতিহাস জানতে হলে আমাদের চোখ রাখতে হবে হিন্দু পুরাণে। সনাতন পন্ডিতের আজকের ভিডিও থেকে জানবো, দেবী গঙ্গার জন্ম ইতিহাস।