বাবা লোকনাথের ১৫টি বাণী যা আপনার জীবন বদলে দিতে পারে নিমিষেই

Baba Loknath Top 10 Bani in Bengali
লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথির দিনে তৎকালীন যশোর জেলার, বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরশী চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামেই পরিচিত। তাঁর বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী। বাবা ছিলেন ধার্মিক ব্রাহ্মণ। পিতা-মাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য ১১ বছরে উপনয়ন দিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলীর হাতে তুলে দেয়া হয়। এ সময় তাঁর সঙ্গী হন বাল্যবন্ধু বেনীমাধব। ধীরে ধীরে বাবা লোকনাথ হয়ে উঠেন একজন সিদ্ধ পুরুষ।

সনাতন পন্ডিতের আজকের ভিডিওতে আমরা জানবো, বাবা লোকনাথের এমন কিছু বাণী যা জীবনে চলার পথে আমাদের অনুপ্রেরণা দান করবে। চলুন জেনে নিই বাবা লোকনাথের অমীয় সেই বাণীগুলো।