বাস্তুশাস্ত্র মতে এই ৫ দেবতার মূর্তি বা ছবি ঘরে রাখলেই মহাবিপদ || বাস্তু টিপস ||
বাড়িতে ঈশ্বরের ছবি বা মুর্তি রেখে আরাধনা করেন অনেকেই। আরাধ্য দেবতার ছবি বা মুর্তি ঘরে রেখে উপাসনা করলে সব বাধা-বিঘ্ন এড়ানো যায় বলে মনে করেন ধর্মবিশ্বাসীরা। প্রচলিত ধারণা ঘরে দেবতার ছবি বা মুর্তি রাখলে তা শান্তি নিয়ে আসে। কিন্তু প্রকৃতই কি তাই? যে কোনও দেব-দেবীর ছবি বা মুর্তি ঘরে রাখলে কি সত্যই সুখ-শান্তি বিরাজ করবে। জ্যোতিষশাস্ত্র কিন্তু তা বলছে না। কোনও কোনও দেবতার ছবি বা মুর্তি ঘরে রাখলে তা কিন্তু আপনার জীবন অশান্তিতে ভরিয়ে তুলতে পারে।
জেনে নিন জ্যোতিষশাস্ত্রমতে এই ৫ দেবদেবীর মুর্তি বা ছবি কখনোই ঘরে রাখবেন না।