জীবনে অশান্তি? সংসারে সুখ নেই? দেখুন তো ঘরে মাকড়সার জাল নেই তো!!
জীবনে বাস্তুশাস্ত্রের গুরুত্ব নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। বাস্তু না মানলে জীবনে যে নানা অশুভ প্রভাব ঘটতে পারে, সে কথাও আপনাদের জানানো হয়েছে। কিন্তু বাস্তু মেনে বাড়ি বানিয়েও দেখা যায় জীবন সমস্যা সংকুল হয়ে উঠছে। রোগ-ব্যাধি, সম্পর্কে অবনতি, কাজের ক্ষেত্রে চাপ - কোনও কিছু থেকেই মুক্তি মিলছে না। তখন মনে প্রশ্ন জাগতেই পারে যে বাস্তুশাস্ত্র মেনে চলা সত্ত্বেও কেন জীবন এরকম অসহনীয় হয়ে উঠছে?