যেসব পুরুষ এই অদ্ভুত কাজটি করেন, মেয়েরা শারীরিকভাবে আকৃষ্ট হন তাঁদের প্রতি

meyera cheleder ki dekhe pochondo kore
কোন নারী কোন পুরুষের প্রতি আকৃষ্ট হতেই পারেন! কোন পুরুষের প্রতি নারী আকৃষ্ট হন, তার কারণটি ব্যক্তিভেদে ভিন্ন হতেই পারে। তবে গবেষকরা কিন্তু হাল ছেড়ে দেয়ার পাত্র নন! তাঁরা আবিষ্কার করতে চান ‘ল অফ অ্যাট্রাকশন’ বা আকর্ষণের সূত্র, জানতে চান পুরুষ বা মহিলাদের মধ্যে ঠিক কোন বিষয়টি তাদের প্রতি বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। সেই রকমই একটি সমীক্ষা তথা গবেষণার সুবাদে সামনে এল নতুন তথ্য।