সাধারণত ছেলেরাই আগ বাড়িয়ে মেয়েদের দিকে তাকায়। কিন্তু আপনি কী জানেন মেয়েরাও ছেলেদের দিকে তাকায়! এবং একটুখানি চাহনী দিয়েই একটি ছেলে সম্পর্কে পর্যাপ্ত ধারণা পেয়ে যায়। মজার ব্যাপার হলো ছেলেরা যেমন লজ্জ্বার মাথা খেয়ে অবাক দৃষ্টিতে তাকিয়েই থাকে, মেয়েরা ঠিক তার উল্টো। ছেলেদের প্রতি মেয়েদের চাহনী এতোটাই সূক্ষ্ম যে তা অধিকাংশ সময়ই ছেলেদের চোখে তা পড়েনা।
কিন্তু যখন মেয়েরা কোন ছেলের দিকে তাকায়, তখন কোন দিকে সবার আগে তাদের চোখ যায়? আসুন, জেনে নেওয়া যাক—