জীবনে সবাই সুখী ও প্রতিষ্ঠিত হতে চায়। কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়া সহজ কথা নয়। জীবনে প্রতিষ্ঠা পেতে হলে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম। গুরু শুক্রাচার্য এমনই কিছু নীতিশিক্ষামূলক বাণী আমাদের জন্য রেখে গেছেন যা আমাদের জীবনকে করে তুলে সুন্দর ও সমৃদ্ধ। শুক্রাচার্যের এই বাণীগুলো শুক্রনীতি নামে বেশী পরিচিত। সনাতন পন্ডিতের আজকের ভিডিওতে আমরা জানবো, জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে যে ৫টি কথা কখনই কাউকে বলা উচিত নয়। চলুন সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখি আর আমাদের জীবন সুন্দর করে তুলি।