সনাতন ধর্মের পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম গয়া (Gaya)। সনাতন ধর্মাবলম্বীরা পিতৃপুরুষের পরলোকগত আত্মার শান্তি কামনার জন্য পিন্ডদান করতে গয়াতে যান। রামায়ণ ও মহাভারতে গয়ার উল্লেখ পাওয়া যায়। রামায়ণে আছে, রাম, সীতা ও লক্ষ্মণকে নিয়ে গয়ায় দশরথের পিণ্ডদান করতে এসেছিলেন। মহাভারতে গয়াকে ‘গয়াপুরী’ নামে উল্লেখ করা হয়েছে।
কিন্তু আপনি জানেন কী গয়াসুর (Gayasur) নামক এক অসুরের আত্মত্যাগের ফলেই গয়াধাম (Gaya Dham) একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিগণিত হয়েছে। সনাতন পন্ডিতের আজকের ভিডিওতে আমরা বিহারের গয়া ধামের পূর্ণাঙ্গ ইতিহাস ও গয়া ধাম ও বোধ গয়া ভ্রমণের (Gaya Dham Tour Guide) বিস্তারিত জানাবো।
Home
Hindu Mythology
Hindu Temple
Hinduism Unknown Facts
Slider
যে অসুরের আত্মহত্যার ফলে গয়াধামে পিন্ডদানের প্রথা শুরু হয়েছিল! কীভাবে যাবেন গয়া! Gaya Dham Story