জামাই ষষ্ঠী কেন পালন করা হয়? জেনে নিন জামাই ষষ্ঠীর ইতিহাস

History of Jamai Sasthi
বাঙালি হিন্দু সমাজের এক চিরায়ত উৎসব জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী মানেই বাঙালিদের কাছে একটি বিরাট উৎসব। বহু জামাই আছেন এমন দিনে ধুতি-পাঞ্জাবি পরে হাতে মিষ্টির ঝোলা ও বিশাল মাছ হাতে শ্বশুরবাড়িতে হাজির হতে পছন্দ করেন। কিন্তু, জামাই হল গিয়ে মেয়ের বর। মেয়েকে ছেড়ে জামাই আদরের এত ঘটা কেন? সেটা কখনও কেউ কি ভেবেছেন? কেন বা কীভাবে শুরু হলো জামাই ষষ্ঠীর এই প্রচলন?