বহু ভূমিকম্প সয়ে হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে ডাক্তারদের মন্দির 'বৈজনাথ মন্দির'

Baijnath Temple Kangra Himachal
ভারতের হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় অবস্থিত বৈজনাথ মন্দির একটি প্রাচীন শিব মন্দির। ভূপ্রাকৃতিকভাবে ভূমিকম্পপ্রবণ হিমাচল প্রদেশের এই মন্দিরটি অনেকবার তীব্র ভূমিকম্পের আঘাতের সন্মূখীন হয়েছে। তবু মন্দিরটি আজও কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বৈজনাথ মন্দিরের (Baijnath Temple) অপূর্ব কারুকাজ আজও পর্যটক ও পূণ্যার্থীদের আকর্ষণ করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরকে চিকিৎসকদের মন্দির বলে আখ্যায়িত করা হয়।

সনাতন পন্ডিতের আজকের ভিডিও থেকে আমরা জানবো, বৈজনাথ মন্দিরের ইতিহাস ও নানা অজানা তথ্য।