শরীরের কোনো বিশেষ অংশে একটি তিলের অবস্থান সেই অঙ্গের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে তোলে সাধারণত। ভাবুন দেখি, একসময়ের বিশ্ব মাতানো সংগীতশিল্পী ম্যাডোনা কিংবা সুপার মডেল সিন্ডি ক্রফোর্ডের ঠোঁটের ওপরের তিলের কথা! ওই একটিমাত্র তিল তাদের সৌন্দর্যকে করেছে বহুগুণ, করেছে আকর্ষণীয় আর কাম্য। অনেকেই মনে করেন- তিলগুলো না থাকলে ম্যাডোনা আর সিন্ডির ভক্ত-অনুরাগীর সংখ্যা অনেক কম হতো। কী জানি, হতেও পারে!
তবে তিলকে শুধুমাত্র শারীরিক সৌন্দর্যর জ্যোতি বাড়ানোর কারিগর হিসেবেই ভাবা হয় না। চিন্তাশীল মানুষদের অনেকেই ভাব-লক্ষণ আর অন্যান্য আনুষঙ্গিক বিচারে সিদ্ধান্ত নিতে চেয়েছেন শরীরে তিলের অবস্থানের ভালো-মন্দ নিয়ে। তেমনই কিছু ধারণা এখানে তুলে ধরা হলো।