হনুমানজির যে ১২টি নাম স্মরণে আসবে নিশ্চিত সাফল্য!

হনুমানজির যে ১২টি নাম স্মরণে আসবে নিশ্চিত সাফল্য!
Joy Honuman Jee
হনুমানজির ভক্তের সংখ্যা অগণিত৷ অনেকেই দিন শুরু করেন তাঁর মন্ত্র দিয়েই৷ তাঁর দর্শনের জন্য কত পথই না পাড়ি দেয় ভক্তেরা৷ কিন্তু জানেন কি হনুমানজির ১২টি নাম স্মরণ করলে ভালো কিছু সন্ধান পেতে পারেন আপনি?

মনে করা হয় বজরঙ্গবলীর ১২টি নাম স্মরণ করলে সাংসারিক শান্তি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পেতে পারে সেই ব্যক্তি৷ নিচে রইল সেই ১২টি নাম-


সকালে উঠেই এই ১২টি নাম স্মরণ করলে নাকি দীর্ঘায়ু হওয়া যায়৷ দুপুরে স্মরণ করলে ধন সম্পত্তি লাভ হতে পারে৷ সন্ধেবেলা এই ১২টি নাম জপ করলে সংসার সুখের হতে পারে৷ রাতে যদি স্মরণ করা যায় তাহলে শত্রুকে পরাজিত করা যায় বলে মনে করা হয়৷