২২শে জুন অম্বুবাচীতে যে কাজ করলে পূর্ণ হবে মনস্কামনা!

Ambubachi Mela 2019
অম্বুবাচী হিন্দু ধর্মালম্বীদের একটি উৎসব যাকে অমাবতি নামেও ডাকা হয়। রবি মিথুন রাশিস্থ আর্দ্রা নক্ষত্রের প্রথম পদে অর্থাত্ এক চতুরাংশ স্থিতিকালে অম্বুবাচী পালিত হয়। এ বছর ২২ জুন থেকে অম্বুবাচী শুরু হবে। জনবিশ্বাস মতে, এই সময় পৃথিবী ঋতুমতী হয়। এর অর্থ ধরিত্রীর ঊর্বরাকাল। অম্বুবাচীর চার দিন গ্রাম-বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন। চাষ বাসের কাজ এই সময় বন্ধ থাকে। অম্বুবাচীর সময় শক্তি পূজার স্থানগুলোতে আয়োজন করা উৎসবকে অম্বুবাচী মেলা বলা হয়। ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরের কামাখ্যা দেবীর মন্দিরে প্রতি বৎসর অম্বুবাচী মেলার আয়োজন করা হয়।

অম্বুবাচীতে যেহেতু মন্দির বন্ধ থাকে তাই দেবী দর্শন হয় না। তাই এই সময় যেকোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন এই ৫টি নিয়ম অত্যাশ্চর্য ফল মিলবে। বিস্তারিত দেখুন ভিডিওতে।