আশ্বিনের শারদপ্রাতে “মহিষাসুরমর্দিনী” শুনে বাঙালির ঘুম ভাঙে। আজও।
রেডিও-নির্ভরতা ঘুচে গেছে সেই কবে। তবু মহালয়ার দিনটিতে ভোরবেলা
বাণীকুমারের রচনা, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ, পঙ্কজকুমার মল্লিকের
সুরসৃষ্টি শুনতে শুনতে বাঙালি আজও বিভোর হয়ে যায়। এ এক অনবদ্য জাদু।
ধরণির বহিরাকাশে মেঘমালার মতো কোথায় যেন অন্তর্হিত হয় হেডফোন। বাঙালি
মাতে বেতার-বিলাসে। চলুন জানি মহিষাসুরমর্দিনী শুরুর ইতিহাস।
মহালয়া আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ- এ যেন একই সূত্রে গাঁথা দুটি মুক্তা।
Hinduism Unknown Facts
,
Religious Facts
,
Sanatan Pandit
,
Slider
,
ধর্ম বিষয়ক
,
মহালয়া
,
হিন্দু ধর্ম
,
হিন্দু ধর্মের ইতিহাস
Edit