মহালয়া কি? মহালয়ার মাহাত্ম্য ও তাৎপর্য
শরতের শুভ্র কাশফুল আর শিউলী ফুলের মিষ্টি সুভাষ জানান দিচ্ছে বাঙালি হিন্দুদের প্রাণের উৎসব দূর্গাপূজা একদম দ্বারপ্রান্তে। মহালয়ার পর থেকেই দূর্গাপুজার প্রহর গুনা শুরু হয়। তবে কী মহালয়া মানে শুধুই দূর্গাপুজার ফাইনাল কাউন্টডাউন? না! হিন্দু শাস্ত্রে মহালয়ার রয়েছে বিশেষ গুরুত্ব ও মাহাত্ব্য। মহালয়ার এই শুভলগ্নে আজ আমরা জানবো মহালয়া সম্পর্কে।