জুয়া খেলা হয়তো পেশাদার জুয়াড়ি কিংবা একরোখা নির্বোধদের জন্য। কিন্তু বিশ্বাস করুন, কিছু বাজি আছে যেগুলোতে আপনি সবসময়ই জিতবেন! বিজ্ঞানকে ধন্যবাদ, প্রতিদিনের ব্যবহৃত জিনিসপত্র যেমন, ম্যাচের কাঠি, কয়েন অথবা গ্লাস ইত্যাদি দিয়ে শতভাগ সফলতার সাথে অসাধারণ কিছু ভেলকি দেখানো যায়।
হার্ফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানি অধ্যাপক রিচার্ড ওয়াইসম্যান এমন কিছু কৌশল তালিকাবদ্ধ করেছেন তার ‘101 Bets You Will Always Win: The Science of the Seemingly Impossible’ বইয়ে। বন্ধুর সাথে বাজি ধরে জেতার জন্য কিছু সহজ কৌশল অবলম্বন করতে পারেন, আপনিই জিতবেন শতভাগ নিশ্চিত।