শিবের বাসস্থান কৈলাস পর্বতে আজ অবধি কেউ যেতে পারেনি কেন? || হিন্দু ধর্মের অজানা রহস্য ||

কৈলাস রহস্য

কৈলাশ পর্বত, মহাদেবের বাসভূম। সেই সূত্রে ছোটো বেলা থেকেই কৈলাশ নামটা আমদের সঙ্গে পরিচিত। সেক্ষেত্রে সেই স্থান ভ্রমনের জন্যও বেশ জনপ্রিয়। কিন্তু সেখানে ভ্রমন করা আজ অঅবধি করারোই সম্ভব হয়নি। দীর্ঘ পাহাড়-পর্বতের গা বেয়ে অমরনাথ যাত্রা সম্ভব হলেও, উচ্চতা বেশি থাকায় মাউন্ট এভারেস্টে পা দিলেও উচ্চতা কম কৈলাসে যাত্রা কারোরই হাতের মুঠোর ব্যাপার নয়। অনেকেই চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টা সফল হয়নি কিছুতেই।

তবে কি কারণে এই কৈলাশে যেতে পারে না কেউ? এনিয়ে নানা মুনির নানা মত। তবে যাঁরা কৈলাস যাত্রা করেছিলেন তাঁরা কিছু অভিজ্ঞতা জানিয়েছিলেন সেগুলিই আমাদের আজকের ভিডিওতে দেখানো হয়েছে।