বাড়িতে তুলসী গাছ আছে? এই নিয়মগুলো না মানলে ডেকে আনবেন মহাবিপদ!

তুলসী গাছ (Tulsi Tree)
হিন্দু ধর্মমতে গৃহে তুলসী গাছ রাখা শুভ। ঠিক কি কারণ তা না জানলেও প্রতিটি গৃহ তৈরীর সময় গৃহের উঠোনে বা গৃহের কোনে একটি তুলসী মঞ্চ বানানো হয়। সেখানে নিয়মিত সকালে ইয়ুলসী মন্ত্র উচ্চারণ করে গঙ্গা জল ও সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়। সন্ধ্যা হওয়া মানেই তুলসী মঞ্চ আলোকিত হয়ে ওঠার ধুম পড়ে যায় হিন্দু বাড়িতে।
তবে বাড়িতে তুলসী গাছ রাখার কিছু নিয়ম-কানুন আছে। সেগুলো মেনে না চললেই মহাবিপদ। তাই জেনে নিন বাড়িতে তুলসী গাছ রাখার নিয়ম।