রোজ গীতা পাঠ করলে আসলেই কী কর্ম-জীবনে উন্নতি হয়? কী বলছেন পণ্ডিতরা?

রোজ গীতা পাঠ করলে আসলেই কী কর্ম-জীবনে উন্নতি হয়? কী বলছেন পণ্ডিতরা?

শ্রীমদ্ভাগবত গীতা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়। বিভিন্ন ধর্মালম্বী মানুষেরা গীতা পাঠ করে থাকেন। অনেকে মনে করেন, ধার্মিকরাই গীতা পাঠ করেন। এটা একেবারেই ঠিক নয়। স্বাধীনতা আন্দোলনের সময়ে বিপ্লবীদের অন্যতম পাঠ্য ছিল গীতা। গীতা পাঠ করলে জীবনে কী কী উপকারে আসবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।